এপেক্স ক্লাব অব বান্দরবান উদ্যোগে পার্বত্য জেলার ছিদ্দিক নগর আবাসিক এলাকার ফ্রি চিলড্রেন এডুকেশন সেন্টারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মান বৃদ্ধি, স্কুলে উপস্থিতি নিশ্চিত করা এবং ড্রপআউট হ্রাসে সহায়তা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ইমিডিয়েট পাস্ট ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর এপেঙিয়ান নূরুল আমিন চৌধুরী আরমান, জেলা গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, পাস্ট জেলা গভর্নর মো. কামাল পাশা, এপেক্সিয়ান বিরু লাল তঞ্চ্যঙ্গা, ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন প্রমুখ। বক্তারা শিশুদের শিক্ষার মান উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসে শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। তারা স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে শিশু ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। ফ্রি চিলড্রেন এডুকেশন সেন্টারের জন্য প্রদত্ত আর্থিক সহায়তা শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে শিশু শিক্ষা, সচেতনতা ও টেকসই সমপ্রদায় উন্নয়নের জন্য একত্রে কাজ করার শপথ গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












