আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বান্দরবানের সদরে সেনানিবাসে মেঘদূত রেস্টুরেন্টে ক্লাব সভাপতি এপে. নিনিপ্রু এর সভাপতিত্বে গত বৃহস্পতিবার ডিনার মিটিং অনুষ্ঠিত হয়। আয়োজিত মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে. মো: নুরুল আমিন চৌধুরী আরমান। বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক্ট–৩ এর গভর্নর এপে. সৈয়দ মিয়া হাসান। বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব বান্দরবানে আইপিপি এপে. মোজাম্মেল হক, এপেক্স ক্লাব অব গ্রীণ সিটির সভাপতি এপে. ডনাইপ্রু নেলী, এপেক্স ক্লাব অব সাঙ্গুর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. পাপন বড়ুয়া, এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপে. আলমগীর আলম, এপে. ইকবাল হোসেন, এপে. রোকেয়া চৌধুরী, এপে. নীলাধন তংচঙ্গা, এপে. আলী কদর জীবন, এপে. ক্যসিং মারমা, এপে. পিংমা মারমা, অংমে প্রু, এপে. সারা সুদীপ ইউনুস, এপে. উম্মে কুলসুম সাথী, এপে. আরিফ, এপে. লীনা, এপে নেউইন মং প্রমুখ। এতে প্রধান অতিথি এপে. মো: নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, এপেক্স বাংলাদেশ একটি মানবিক সংগঠন সারাদেশে বর্তমানে ব্যাপক কাজ করে চলেছেন আগামীর সুন্দর সমাজ বির্নিমানে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।










