বান্দরবানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস এবং মাদ্রাসার হাফেজদের মাঝে পাঞ্জাবী বিতরণ করেছে এপেক্স ক্লাব অব বান্দরবান। গত ১ মে সদর উপজেলার সুইচা কারবারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাশেমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও স্কুল ড্রেস বিতরণ করা হয়। একই দিনে সুলতানপুর মাদ্রাসার ২০ জন হাফেজ শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাড. মনিরুল ইসলাম পান্না। এপে. নিনি প্রুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এপে. নাসিম আহমেদ, এপে. ভুবন লাল ভারতি, এপে. সুপঙ্কর বড়ুয়া, এপে. ডা. হিমেল সাহা, এপে. সৈয়দ মিয়া হাসান, জেলা গভর্নর এপে. মো. মঈনুল ইসলাম জীবন, এপে. মো. লিয়াকত আলী। অনুষ্ঠান পরিচালনা করেন এপে. মো. নুরুল আমিন চৌধুরী আরমান।
উপস্থিত ছিলেন মো. কামাল পাশা, বিরু লাল তনচঙ্গ্যা, মো. আলমগীর আলম, মো. তৈয়ব আলী, মো. মোজাম্মেল হক, নিউ উইন হিলি প্রু, মো. মোরশেদ, প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, মো. শহিদুল ইসলাম, মুনমুন, মো. ইকবাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।