এপেক্স ক্লাব অব পটিয়ার শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

| শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ at ৬:৩৩ পূর্বাহ্ণ

পটিয়ায় শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে এপেক্স ক্লাব অব পটিয়া। গতকাল শুক্রবার পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদারপাড়া তৈয়বিয়া আজিজিয়া রাবেয়া কামাল সুন্নীয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহসভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শীত মৌসুমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে এপেক্সের এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপে. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান এস এম আবু হেনার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক্ট৩ এর গভর্নর এপে. সৈয়দ মিয়া হাসান, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপে. মো: লিয়াকত আলী, এপেক্স ক্লাব অব চিটাগংএর সাবেক সভাপতি এপে. ইঞ্জিনিয়ার মহসিন এবং এপেক্স ক্লাব অব পটিয়ার সদ্য অতীত সভাপতি এপে. আলমগীর আলম। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাদের, মাদ্রাসার ভূমিদাতা গোলাম কিবরিয়া, এপেক্সিয়ান আবদুর রহীম খন্দকার, এপে. নাঈম উদ্দিন আলমদার, এপে. আলী কদর জীবন, এপে. মোহাম্মদ আরমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসোনাপাহাড়ে ‘জলবায়ু ও ভবিষ্যৎ’ শীর্ষক পরিবেশ সম্মেলন আজ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে এলজিসহ যুবক গ্রেপ্তার