এপেক্স ক্লাব অব পটিয়ার সেলাই মেশিন বিতরণ

| শনিবার , ৩ মে, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

এপেক্স ক্লাব অব পটিয়ার ১০০ তম ডিনার মিটিং ও মহান মে দিবস উপলক্ষে অসহায় নারীকে সেলাই মেশিন বিতরণ, ১০০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ৩০ এপ্রিল সন্ধ্যায় পটিয়া ফ্যামিলি কিচেন রেস্তোরাঁয় এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না। বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ, জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান ডা. হিমেল সাহা, জাতীয় ট্রেজারার এডভোকেট মঈনুল ইসলাম জীবন, সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, ডিস্ট্রিক্ট ৩ এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, পিএনএসডি এপে: এস কে দত্ত অনুপ, পিডিজি এপে. কামাল পাশা, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপেক্সিয়ান: মোঃ লিয়াকত আলী, ডিস্ট্রিক্ট ৩ সেক্রেটারি এপেক্সিয়ান মোঃ আরিফ খান, এপে. মোরশেদ, এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান. জসিম উদ্দিন, এপেক্সিয়ান. আবু সাঈদ তালুকদার খোকন, এপেক্সিয়ান: মোরশেদুর রেজা, এপেক্সিয়ান আবদুল মোমেন,শফিকুল আলম বশর, এস এম আবু হেনা, নাঈম উদ্দিন আলমদার, নাফিজ করিম চৌধুরী,আলী কাদের জীবন প্রমুখ। এতে বক্তারা বলেন এপেক্স বাংলাদেশ সারাদেশে মানবিক কাজের মাধ্যমে এগিয়ে চলছেন। সমাজকে আলোকিত করতে কমভাগ্যবান মানুষের মুখে হাসি ফোঁটাতে নবীন প্রবীন মিলেমিশে মানুষের সেবা করে যাচ্ছে এপেক্স বাংলাদেশ যা আগামী প্রজন্মের জন্য উৎসাহ ও প্রেরনার। পরে কেক কেটে ১০০ তম ডিনার মিটিংয়ের উদ্বোধন করা হয়। অসহায় নারীর হাতে সেলাই মেশিন, ১০০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক প্রতিনিধির হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন সমস্যা আসবে, সেগুলো মোকাবিলা করতে হবে
পরবর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলী আব্দুর পাড়ায় মাদক ব্যবসা, সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরোধী সমাবেশ