আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটনের আয়োজনে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার মোহাম্মাদিয়া হাফেজুল উলুম এতিমখানার শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল বিতরণ এবং একজন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন প্রদান করা হয় এবং মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সভাপতি ড. এস. এম. হাসান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর ও অতীত জাতীয় সভাপতি মোঃ রিজওয়ান শাহিদী, এপেক্স বাংলাদেশ জেলা–৩ এর গভর্নর সৈয়দ মিয়া হাসান, এপেক্স বাংলাদেশ জেলা–২ এর গভর্নর সুফি মনি, অতীত জাতীয় সেবা পরিচালক এস. কে. দত্ত অনুপ, অতীত জেলা গভর্নর এপে. মোসলেম উদ্দিন, জেলা–৩ এর সেক্রেটারি এপে. মোঃ আরিফ খান। এছাড়াও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব চিটাগংয়ের অতীত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মহসিন এবং চট্টগ্রাম মেট্টোপলিটন ক্লাবের অতীত সভাপতি মোঃ রাশেদ ফরিদসহ ক্লাবের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ডা. এস. এম. হাসান আলী বলেন, “অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সহযোগিতা করা একটি ইবাদতস্বরূপ কাজ। এপেক্সিয়ানরা সবসময় সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছেন।” এ সময় তিনি দেশব্যাপী চলমান ‘সেলাই মেশিন বিতরণ কর্মসূচির অংশ হিসেবে একজন অসহায় নারীর মাঝে একটি সেলাই মেশিন তুলে দেন। অনুষ্ঠানের শেষ পর্বে এতিমখানার আঙিনায় মৌসুমী ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।