এপিক হেলথ কেয়ার লিমিটেড ও সিনিয়র সিটিজেন ক্লাবের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর

| সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের প্রথম আইএসও ১৫১৮৯ এক্রিডিটেশনপ্রাপ্ত ল্যাব এপিক হেলথ কেয়ার লিমিটেড-এর সঙ্গে সিনিয়র সিটিজেন ক্লাব-এর মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই স্বাস্থ্যসেবা চুক্তির আওতায় সিনিয়র সিটিজেন ক্লাব-এর পরিচালক, সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারবর্গ এপিক হেলথ কেয়ার লিমিটেড থেকে বিশেষ ছাড়ে আধুনিক, ঝামেলামুদক্ত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা ও রোগনির্ণয় সুবিধা গ্রহণ করতে পারবেন।

সিনিয়র সিটিজেন ক্লাব-এর পক্ষে ক্লাবের আহ্বায়ক প্রফেসর ডক্টর সুলতান আহমেদ এবং এপিক হেলথ কেয়ার লিমিটেড-এর পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর টি. এম. হান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে এই চুক্তিতে স্বাক্ষর করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এপিক হেলথ কেয়ার লিমিটেড-এর নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান পরিচালিত হয়।
এ সময় সিনিয়র সিটিজেন ক্লাবের সম্মানিত সদস্যগনের জন্য মানসম্মত, সাশ্রয়ী এবং সময়োপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর বিশেষভাবে আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য সচিব জনাব মন্জুর আলম চৌধুরী ও ক্লাবের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দগন এবং এপিক হেলথ কেয়ার লিঃ এর ডি. জি.এম. ডাঃ সোমেন পালিত, এবং ডেপুটি ম্যানেজার, মোঃ ইমতিয়াজ শানু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম শহরকে ক্লিন, গ্রিন ও সেইফ সিটিতে রূপান্তর করতে সবাইকে ভূমিকা রাখতে হবে : মেয়র
পরবর্তী নিবন্ধ৩১ ডিসেম্বর পর্যন্ত সেন্টমার্টিন যাওয়ার সব টিকেট অগ্রিম বিক্রি