এপিক হেলথ কেয়ার লিমিটেডের সাথে মহসিনিয়ান ৯৩ ব্যাচের স্বাস্থ্যসেবা চুক্তি

| রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) স্বীকৃত ISO 15189 এক্রিডিটেশনপ্রাপ্ত আধুনিক ডায়াগনস্টিক ল্যাব ও সমন্বিত স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ার লিমিটেড এর সাথে মহসিনিয়ান ৯৩ ব্যাচ এর একটি স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির মাধ্যমে মহসিনিয়ান ৯৩ ব্যাচের সদস্যবৃন্দ এবং তাঁদের পরিবারবর্গ এপিক হেলথ কেয়ার লিমিটেড থেকে বিশেষ ছাড়ে মানসম্মত ও ঝামেলামুক্ত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। এর আওতায় রয়েছে অত্যাধুনিক ল্যাব টেস্ট, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট।

মহসিনিয়ান ৯৩ ব্যাচের সদস্যবৃন্দের পক্ষে কোঅর্ডিনেটর মুহাম্মদ শাহাজাহান এবং এপিক হেলথ কেয়ার লিমিটেড-এর পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর টি. এম. হান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে এই চুক্তিতে স্বাক্ষর করেন। গত শনিবার সকালে এপিক হেলথ কেয়ার লিমিটেড-এর নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান পরিচালিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় পক্ষের সম্মানিত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় এপিক হেলথ কেয়ার লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক মান বজায় রেখে নির্ভুল ও বিশ্বস্ত স্বাস্থ্যসেবা প্রদানই তাদের মূল অঙ্গীকার।

মহসিনিয়ান ৯৩ ব্যাচের প্রতিনিধিরা বলেন, এই স্বাস্থ্যসেবা চুক্তির মাধ্যমে তাঁদের সদস্যদের জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

এপিক হেলথ কেয়ার লিমিটেড ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সাথে অংশীদারিত্বের মাধ্যমে জনবান্ধব স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণে কাজ করে যাবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন মহসিনিয়ান ৯৩ ব্যাচের সম্মানিত সদস্য জাহিদ হোসেন, আমাতুল খায়ের সেতু এবং এপিক হেলথ কেয়ার লিঃ এর সম্মানিত ডিরেক্টর এইচ আর এন্ড এডমিন তহমিনা মরিয়ম এবং ডেপুটি ম্যানেজার, জনাব মোঃ ইমতিয়াজ শানু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধষড়যন্ত্রকারীসহ খুনিচক্রকে আইনের আওতায় আনুন
পরবর্তী নিবন্ধবিজয়’৭১ এর ফ্রি চিকিৎসা ক্যাম্প