এপিক হেলথ কেয়ারের সাথে সিএনসি গ্রুপের স্বাস্থ্যসেবা সংক্রান্ত এক সমঝোতা চুক্তি

| শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের প্রথম আইএসও ১৫১৮৯ এক্রিডিটেশন প্রাপ্ত ল্যাব এপিক হেলথ কেয়ারের সাথে স্বনামধন্য প্রতিষ্ঠান সিএনসি গ্রুপের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত এক সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে এপিক হেলথ কেয়ারের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

সিএনসি গ্রুপ-এর পক্ষ থেকে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এ.বি.কে. মহিউদ্দিন (শামিম) এবং এপিক হেলথ কেয়ার লিঃ এর এক্সিকিউটিভ ডিরেক্টর টি. এম. হান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই স্বাস্থ্য সেবা চুক্তির আওতায় সিএনসি গ্রুপের কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবার (পিতা-মাতা, স্বামী–স্ত্রী ও ছেলে–মেয়ে) এপিক হেলথ কেয়ারে বিশেষ ছাড়ে আধুনিক স্বাস্থ্যসেবা এবং রোগনির্ণয় পরিষেবা গ্রহণ করতে পারবেন।

সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন সিএনসি গ্রুপের ডি.জি.এম. মোঃ শাহিদুল হাসান, এপিক হেলথ কেয়ার লিঃ এর ডিরেক্টর-বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন, ডি. জি.এম. (অপারেশনস এন্ড এডমিন) ডাঃ সোমেন পালিত, এবং ডেপুটি ম্যানেজার (কর্পোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট) মো: ইমতিয়াজ শানু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগুণগত শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সিআরদের ভূমিকা অপরিসীম
পরবর্তী নিবন্ধস্ত্রী ও আড়াই বছরের ছেলে কারাগারে, অপমানে বাবার আত্মহত্যা