হিম হিম শীতে, বাহারি রকমের পিঠা খাওয়া বেশ মজাদার। তেল পিঠা, নকশি পিঠা, ডিম ঝাল পিঠা, তাল পিঠা, মুগ পাকন পিঠাসহ ২৫ রকমের পিঠা নিয়ে নগরীর এপিক হেলথ কেয়ারে অনুষ্ঠিত হয়ে গেল শীতকালীন পিঠা উৎসব।
অনুষ্ঠানে মানব সম্পদ ও প্রশাসনের ডিরেক্টর তহমিনা মরিয়ম বলেন, ইনডোর গেমস ও পিঠা উৎসব আয়োজন মানে সবাইকে নানা দেশি পিঠা চেনানো পাশাপাশি আনন্দঘন পরিবেশ তৈরি করা। অনুষ্ঠানে কর্মকর্তা–কর্মচারীরা ২৫ রকমের নানা রকম পিঠার আয়োজন করে। ব্রান্ডিং ও মানব সম্পদ বিভাগের যৌথ এই আয়োজনে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের ডিরেক্টর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট তানজিনা কবির, এক্সিকিউটিভ ডাইরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং, টি এম হান্নান, ডিরেক্টর বিজনেস ডেভলাপমেন্ট জসিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।