এপিক হেলথ কেয়ারে এমআরআই মেশিন উদ্বোধন

| সোমবার , ২৫ নভেম্বর, ২০২৪ at ৬:৩০ পূর্বাহ্ণ

এপিকে গত শনিবার নতুন সংযুক্ত হয়েছে জার্মানি সিমেন্সের ৩ টেসলা এমআরআই। মেশিনটির বিশেষত্ব বাংলাদেশের সর্বপ্রথম উববঢ় জবংড়ষাব ঞবপযহড়ষড়মু সম্বলিত জার্মানির ৩ঞবংষধ গজও, কৃত্তিম বুদ্ধিমত্তা সম্বলিত, এর বায়োমেট্রিক্স প্রযুক্তি শিশু থেকে বৃদ্ধ রোগীর নড়াচড়াতেও সঠিক ডাটা এবং ছবি নিতে পারে যা চিকিৎসকদের জন্য রোগ নির্ণয়ে আরও সহায়ক এবং সময় সাশ্রয় করবে। চট্টগ্রামের প্রখ্যাত নিউরোমেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ প্রদীপ কুমার কায়স্তগীর বলেন, নতুন মেশিনের সুবিধাগুলো চমৎকার, আশা করছি এটা রোগিদের সেবা প্রদান অধিকতর সহজ করবে।

এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান ইঞ্জিঃ এস এম লোকমান কবির বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে রোগীদের স্বাস্থ্য সেবা প্রদানে সর্বোত্তম প্রযুক্তি তথা সেবা নিশ্চিত করা, এটা আমাদের দায়বদ্ধতা। বাংলাদেশের চিকিৎসা খাতের উন্নয়নে এপিক হেলথ কেয়ারের নিত্য নতুন প্রযুক্তি সংযোজনের পদক্ষেপ একটি চলমান প্রক্রিয়া। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ জহুরুল হক ভুইয়া ও অন্যান্য উর্ধতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা
পরবর্তী নিবন্ধআইআইইউসির কম্পিউটার ক্লাবের ফিমেল চ্যাপ্টারের সেমিনার