নান্দনিক আবাসন প্রকল্প মানেই এপিক প্রপার্টিজ। দীর্ঘ ২৩ বছরের অভিজ্ঞতার আলোকে এপিক প্রপার্টিজ গ্রাহকের পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্প তৈরীতে আনে নতুনত্ব। এবার নান্দনিকতার পালে যুক্ত হলো আরো একটি নতুন প্রকল্প “এপিক ফয়েজ ম্যানোর”। ৭ সেপ্টেম্বর নগরীর প্রাণকেন্দ্র লালখান বাজারস্থ চাঁনমারি রোডে নির্মিত এই প্রকল্পের গ্রাউন্ডব্র্যাকিংয়ের মাধ্যমে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এপিক প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান ও পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন। আধুনিক নির্মাণ ও গ্রাহকের পছন্দের সব সুবিধার সমারোহ থাকছে এ প্রকল্পে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান বলেন, গ্রাহকের চাহিদা ও রুচির সমন্বয়ে আমরা প্রকল্পগুলো নির্মাণ করছি। এপিক ফয়েজ ম্যানোর সেই ধারাবাহিতায় আধুনিক আবাসন প্রকল্প। গ্রাহকদের আস্থার জায়গায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা স্বপ্ন নির্মাণ করি। হয়ত শতভাগ প্রতিশ্রুতি নিশ্চিত কষ্টসাধ্য, তবে এপিক এখন পর্যন্ত সেরা নির্মাণটাই করা চেষ্টা করছে। যা আমাদের পর্যায়ক্রমিক উন্নয়নের ধারাবাহিকতা। ভূমি মালিকদের মধ্যে প্রকৌশলী শেখ হাছান শহীদ, শেখ হাছান জামান,ফরিদা পারভীন ও রোকসানা পারভীন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এপিক প্রপার্টিজ বিগত ২৩ বছরে ৭০ টির বেশি বাণিজ্যিক ও আবাসিক প্রকল্প নির্মাণ করেছে এবং সঠিক সময়ে গ্রাহকে বুঝিয়ে দিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।