রূপালী ব্যাংক লিমিটেডের মাঠ পর্যায়ে ২০২১–২০২২ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে চতুর্থ স্থান অর্জন করেছে ‘চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়’। গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে রূপালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের প্রধান ও ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরীর হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এ সময় ব্যাংকের ডিমএমডি মো. শওকত আলী খান, তাহমিনা আখতার ও হাসান তানভীর, জিএম মো. হারুনুর রশিদসহ বিভিন্ন নির্বাহী কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। আগ্রাবাদ কর্পোরেট শাখা, চট্টগ্রামের প্রিন্সিপাল অফিসার শেখ ফজলুল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।