এনায়েতবাজার মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও চেম্বার সভাপতি মাহবুবুল আলম। বক্তব্য রাখেন জামশেদুল আলম চৌধুরী, আলহাজ্ব রাশেদ মনোয়ার, ডা. এ কিউ এম ওহিদুল আলম, ডা. মীর মুরতজা রেজা খান, মু. নুরুল আবছার ও উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইলোরা ইসলাম। বক্তারা ব্যক্তি,সমাজ তথা দেশ মাতৃকার কল্যাণে উচ্চ শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।