এনায়েত বাজার কেদারনাথ মন্দিরে আর্থিক অনুদান

| মঙ্গলবার , ১৩ জুলাই, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

এনায়েত বাজার গোয়াল পাড়া কেদারনাথ তেওয়ারি জোড় শিব মন্দির ও বিষ্ণু মন্দিরে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি’র ২ লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর। মন্দির কমিটির সভাপতি উত্তম দে অনুদানের চেক গ্রহণ করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লিলু নাগ, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিলু ঘোষ, সাংগঠনিক সম্পাদক সুজিত ঘোষ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহামুদুল করিম, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, ছাত্রলীগ নেতা রিপন ঘোষ,অন্তর হোর, গোবিন্দ দত্ত, সনাতন ধর্ম সংসদের সহ-সভাপতি অরুণ দত্ত, নারায়ণ সিং, সাধারণ সম্পাদক রতন দে, যুগ্ম সম্পাদক বিপ্লব দে,অর্থ সম্পাদক টুটুল মজুমদার,শ্যামল দে,আশিশ নাথ,পিন্টু বসাদ সহ প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ধর্মীয় উপাস্যনালয় উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি চট্টগ্রাম-৯ আসনের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত অনুদান দিয়ে যাচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধএকমাস ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ছেলেটি
পরবর্তী নিবন্ধবিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি নিশ্চিতের দাবি