নগরীর ২২ নং এনায়েত বাজার ওয়ার্ডে স্বতন্ত্র কাউন্সিলর পদপ্রার্থী সাব্বির চৌধুরী (মার্কা লাটিম) আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর পদপ্রার্থী সলিম উল্লাহ বাচ্চু (ঘুড়ি মার্কা) কে সমর্থন জানিয়ে গত ৩ জানুয়ারি নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এসময় সাব্বির চৌধুরী বলেন, আমি একজন আওয়ামী পরিবারের কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রার্থী সলিম উল্লাহ বাচ্চুর পক্ষে কাজ করব। আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে ঘুড়ি মার্কার বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করছি। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগেরসহ সভাপতি এড. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সাবেক কমিশনার হাবিবুর রহমান, সেলিমুর রশিদ, আশীষ নন্দী, ফারুক আহাম্মেদ সেলিম, মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নীলু নাগ, আবদুল আউয়াল, শিবু প্রসাদ চৌধুরী, এস.কে আকরাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।