২২ নং এনায়েত বাজার ওয়ার্ডে ডিজিটাল সেন্টারের উদ্বোধন করলেন কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু। গতকাল রবিবার উদ্বোধনকালে বাচ্চু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ায় এই ডিজিটাল সেন্টারের উদ্দেশ্য। সিটি কর্পোরেশন ও ধ২র এর প্রত্যয়ন প্রকল্পের পক্ষ থেকে কর্পোরেশনের তত্ত্বাবধানে ২২নং এনায়েত বাজার ওয়ার্ড কর্তৃক যঃঃঢ়://ঢ়ৎড়ঃঃড়ুড়হ.মড়া.নফ থেকে অনলাইনে আবেদন গ্রহণ ও অনুমোদনের কার্যক্রমের ডিজিটাল সেবাটির সূচনা হলো আজ। এনায়েত বাজার ওয়ার্ডের বাসিন্দারা এখন থেকে ঘরে বসে নিজেদের মোবাইল থেকে অথবা ওয়ার্ড কার্যালয়ের ডিজিটাল সেন্টারে এসে জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, মৃত্যুসনদ, আয়ের সনদ, ভূমিহীন সনদ, উত্তরাধিকার সনদ সহ মোট ১৪টি সেবা অনলাইনে অনায়াসে পেতে পারেন। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কায়সার উদ্দিন, সুজিত ঘোষ, বিজয় ঘোষ, বিপু ঘোষ, অজিত ঘোষ, সদেব ঘোষ, রণজিৎ ঘোষ, অমল ঘোষ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।