এনায়েত বাজারে ফ্রি ক্লিনিক সেবার উদ্বোধন

| শুক্রবার , ১ জুলাই, ২০২২ at ৬:১৭ পূর্বাহ্ণ

নগরীর এনায়েত বাজারের শাহেদ আজগর ও রাশেদ আজগর পরিবারের পক্ষ থেকে এনায়েত বাজার জুবলি রোডস্থ এলাহি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় গতকাল নাজমা সাত্তার ক্লিনিকের ফ্রি ক্লিনিক সেবার উদ্বোধন করা হয়। ক্লিনিকের স্বত্বাধিকারি ডা. ফয়সাল চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক ও করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক হেলাল আকবর চৌধুরী বাবর।

এ সময় প্রধান অতিথি হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, শেখ হাসিনার সরকার পাড়া-মহল্লায় গ্রামগঞ্জে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য প্রতিটি এলাকায় হাসপাতাল ক্লিনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তুলছেন। তার পাশাপাশি সমাজের বিত্তবানরা যদি এভাবে চিকিৎসাসেবায় এগিয়ে আসেন তাহলে মানুষের হাতের নাগালেই পৌঁছে যাবে স্বাস্থ্যসেবা। এতে বিশেষ অতিথি ছিলেন ২২নং এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লা বাচ্চু। সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলু নাগ। এ সময় বক্তব্য রাখেন ডা. নওশাদ আহমেদ, পুষ্টিবিদ ডা. রেশমী ইসলাম।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নেজাম উল্লাহ, আবসার খান, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. সিরাজ, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, তৌহিদুল ইসলাম মিতু, সাংবাদিক মাহবুবুল আলম, আব্দুল মান্নান, আবদুস শুক্কুর, মাহমুদুল হক চুন্নু, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সাইমুন, এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা নিয়াজ উদ্দীন তামিম। উক্ত ক্লিনিকের প্রতি সপ্তাহে তিনদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত দুইজন চিকিৎসক ও একজন পুষ্টিবিদের সমন্বয়ে ফ্রি চিকিৎসাসেবা চলবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
পরবর্তী নিবন্ধবিসিকে ক্রেতার অধিকার সুরক্ষা বিষয়ক সেমিনার