এনায়েত বাজার রানীর দীঘি থেকে মরদেহ উদ্ধার

| শনিবার , ২৯ এপ্রিল, ২০২৩ at ২:১৪ অপরাহ্ণ

নগরের কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার এলাকার রানীর দীঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে থেকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোছাইন বলেন, সকালে মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দীঘির পানিতে ভাসমান অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহটি শক্ত হয়ে গেছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেওয়ানহাটে টায়ারের গুদামে আগুন
পরবর্তী নিবন্ধবান্দরবানে যুবকের মরদেহ উদ্ধার