এনায়েতবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

| শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, এনায়েত বাজার ওয়ার্ডে গোয়ালপাড়া ও মালিপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষগুলো এখন মহাবিপদে। তাই ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় সবাইকে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। নিপীড়িত মানুষের পাশে দাড়িয়ে জনগণের দুঃখদুর্দশা লাঘবের জন্য বিএনপি সবসময়ই কাজ করে আসছে। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান। তিনি গতকাল বৃহস্পতিবার এনায়েত বাজার গোয়াল পাড়া ও মালিপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে এসব কথা বলেন। তিনি বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারকে আর্থিক সহায়তা ও রান্না করা খাবার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সালাউদ্দিন লাতু, মো. এনায়েত, মো. সমশের, আবদুল্লাহ আল হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসের ৯৫তম বার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধবহদ্দারহাটে ঝটিকা মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার