এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর উড়িয়ে দিল বিসিবি

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৯ পূর্বাহ্ণ

বিপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে এন্টি করাপশন ইউনিট, এমন খবর ছড়িয়ে পড়ার পর তা উড়িয়ে দিয়েছে বিসিবি। এক বিবৃতিতে শনিবার দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা জানিয়েছে, দুর্বার রাজশাহীর ব্যাটসম্যানের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপের কথা তাদের জানা নেই। বিসিবি সূত্রের বরাত দিয়ে শনিবার সকালে দেশের একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, স্পট ফিঙিংয়ের অভিযোগ ওঠায় বিসিবির এন্টি করাপশন ইউনিটের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে, এনামুলকে যেন দেশ ছাড়তে না দেওয়া হয়। এই বিষয়ে খোঁজ নেওয়া হলে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) মেহেদী শাহরিয়ার বলেন, বিষয়টি তিনি জানেন না। ‘আমার নলেজে এটা নেই। এরকম নিষেধাজ্ঞা থাকলে আমাদের জানার কথা।’ পরে সন্ধ্যায় বিবৃতি দিয়ে বিসিবিও জানিয়েছে, বিপিএলে স্পট ফিঙিংয়ের কারণ এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে কিছু জানা নেই তাদের এবং ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের এমন কোনো নিষেধাজ্ঞার বার্তাও তাদের কাছে আসেনি। এনামুলের পাশাপাশি আরও বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে ফিঙিংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তদন্তের খবর ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমে। এই বিষয়ে নির্দিষ্ট করে কোনো ক্রিকেটারের নাম প্রকাশ করেনি বিসিবি। বিবৃতিতে বলা হয়েছে, এন্টি করাপশন ইউনিটকে তদন্তের কাজে সহযোগিতার জন্য বিসিবির পক্ষ থেকেও একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হবে। সেই কমিটি কত সদস্যের হবে বা কাজের ধরন কী হবে, তা বিস্তারিত কিছু জানায়নি বিসিবি। এদিকে বিজয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাকে জড়িয়ে এমন খবর হওয়ায় আমি সত্যিই বিস্মিত, হতবাক। দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কি না বা কেন দেওয়া হলো, এ ব্যাপারে কিছুই জানি না। বিসিবি বা কারো পক্ষে থেকে আমাকে কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে আমি অন্ধকারে আছি।’ তিনি আরও বলেন, ‘অনেক বছর ধরে ক্রিকেট খেলছি। পুরো এই সময়ে সম্মানের সাথে ক্রিকেট খেলে আসছি। এ ধরনের খবর আমার জন্য খুবই বিব্রতকর, আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি অবশ্যই আইনি ব্যবস্থা নেব।’

পূর্ববর্তী নিবন্ধএবিটস টাইগার গোল্ডকাপ ফুটবলে সেমিতে চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমি
পরবর্তী নিবন্ধজাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে চ্যাম্পিয়ন সানশাইন গ্রামার