এনসিসি ব্যাংক পরিচালনা পর্ষদের তিন কমিটির চেয়ারম্যান পুনঃনির্বাচিত

| মঙ্গলবার , ৩১ অক্টোবর, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫০৬তম সভায় সম্প্রতি এস. এম. আবু মহসীন পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান, মোঃ নূরুন নেওয়াজ ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ অডিট কমিটির চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন। নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. আবু মহসীন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিঃ এর উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়াম্যান এবং সেন্ট্রাল হসপিটাল লিঃ এর পরিচালক। ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ দেশের বিশিষ্ট শিল্পপতি ও শিল্প উদ্যোক্তা। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালক এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ দেশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিঃ, সোনালী ব্যাংক লিঃ এবং কর্মসংস্থান ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিআইবির নতুন পরিচালনা বোর্ড গঠন
পরবর্তী নিবন্ধমসজিদে নববীর ইমাম ও খতিবকে নিজের লেখা বই উপহার দিলেন নদভী এমপি