এনসিসি ব্যাংক পরিচালনা পর্ষদের সভা

| বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

এনসিসি ব্যাংক এর পরিচালনা পর্ষদের এক সভা গতকাল বুধবার ব্যাংক ভবনের বোর্ড রুমে ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশারের সভাপতিত্ব্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ভাইসচেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম আবু মহসীন, স্বতন্ত্র পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ, পরিচালক মো. আবদুল আউয়াল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ, পরিচালক তানজীনা আলী, পরিচালক খায়রুল আলম চাকলাদার, পরিচালক মো. মঈনউদ্দিন এবং পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ (ভার্চুয়ালি), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফীন, মো. রাফাত উল্লা খান, কোম্পানী সচিব মো. মনিরুল আলম এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি মোহাম্মদ মহিবুল্লাহ্‌ খান।

পূর্ববর্তী নিবন্ধতামাকুমণ্ডি লেইন বণিক সমিতির মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধশুদ্ধাচার পুরস্কার পেলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের রেকর্ড কিপার মহিউদ্দিন