এনসিসি ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের জন্য ‘ই–পেমেন্ট অব কাস্টমস্ ডিউটি, ফি, ট্যাক্স থ্রু আরটিজিএস সিস্টেম’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা গত শনিবার ব্যাংকের ট্রেনিং ইন্সিটিটিউটে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের এসভিপি ও হেড অব হিউম্যান রিসোর্সেস্ ডিভিশন সৈয়দ হাসনাইন মামুন, ভিপি ও হেড অব ট্রেজারী অপারেশন্স মো. রাশিদুল হাসান, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিস ডির্পাটমেন্টের প্রোগামার শেখ ইবনে মাসুদ এবং সোনালী ব্যাংকের গর্ভরর্মেন্ট একাউন্টস্ এন্ড সার্ভিসেস ডিভিশনের প্রিন্সিপাল অফিসার মো. ইউসুফ মাহমুদ দেওয়ান উপস্থিত ছিলেন। ট্রেনিং ইন্সিটিটিউটের এফএভিপি ও ফ্যাকাল্টি মেম্বার ড. সৈয়দ জাভেদ মো. সালেহ্উদ্দিন প্রশিক্ষণ কর্মশালাটি সমন্বয় করেন। মোট ২৫ জন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশ গ্রহণ করেন।
ব্যাংকের এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী প্রধান অতিথির বক্তব্যে আরটিজিএস সিস্টেমের মাধ্যমে কাস্টমস্ ডিউটি, ফি, ট্যাক্স এর ই–পেমেন্টের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করে এ বিষয়ে পেশাগত জ্ঞান আহরণের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। এ ধরনের কর্মশালা ই–পেমেন্টের মাধ্যমে কাস্টমস্ ডিউটি, ফি, ট্যাক্স প্রদানে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।