এনসিসি ব্যাংকের ৯ম বিশেষ সভা

| মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) গতকাল সোমবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় এনসিসি ব্যাংকের ৫০০ কোটি টাকার পারপিচুয়াল বন্ড ইস্যুর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের শর্ত পূরণের লক্ষ্যে বন্ড থেকে প্রয়োজনীয় অংশ যথাসময়ে কমন শেয়ারে রূপান্তরের প্রস্তাব অনুমোদিত হয়। ব্যাংকের চেয়ারম্যান এস এম আবু মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ভাইস-চেয়ারম্যান মো. আবুল বাশার, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, পরিচালক মো. আবদুল আউয়াল, সোহেলা হোসেন, খায়রুল আলম চাকলাদার, তানজীনা আলী, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ প্রমুখ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান এস এম আবু মহসীন তার বক্তব্যে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি উন্নত প্রযুক্তি এবং গ্রাহক সেবার মান বাড়ানোর মাধ্যমে এনসিসি ব্যাংক ক্রমান্বয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাজামিয়া অ্যান্ড সন্সের নতুন সিএনজির রোড শো
পরবর্তী নিবন্ধনির্বাচনে হেরে কান ধরে মাঘের ঠাণ্ডা পানিতে ডুব