এনসিসি ব্যাংকের সাথে আইক্লিক সলিউশনের চুক্তি স্বাক্ষর

| বৃহস্পতিবার , ১৭ জুন, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

এনসিসি ব্যাংকের নিজস্ব পেমেন্ট সিস্টেম আপগ্রেড করার লক্ষ্যে সম্প্রতি আইক্লিক সলিউশন লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির মাধ্যমে ব্যাংকের পেমেন্ট সফ্‌টওয়্যারটি “চঅ-উঝঝ ৩.২” নীতিমালা অনুযায়ী অন্তর্জাতিক মানে উন্নীত হবে। ফলে এনসিসি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা দ্রুত, সুবিধাজনক এবং নিরাপদে কার্ড সেবা পাবেন এবং ব্যাংকের সামগ্রিক ডিজিটাইজেশন প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এবং আইক্লিক গ্রুপের চেয়ারম্যান মারুফ আলম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। এর পূর্বে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ এইচ.কাফী এবং আইক্লিক সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সালাহ্‌উদ্দিন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির এবং কার্ড ডিভিশনের এভিপি মোহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংক চট্টগ্রাম নর্থ জোনের শরী’আহ সচেতনতা শীর্ষক সম্মেলন
পরবর্তী নিবন্ধআবাসিকে গ্যাস সংযোগ না হলে বৃহত্তর আন্দোলন