এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫০০তম সভা গতকাল মঙ্গলবার ব্যাংক ভবনের বোর্ড রুমে ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশারের সভাপতিত্ব্বে অনুষ্ঠিত হয়। কেক কেটে সভার কার্যক্রমের সূচনা করেন ভাইস– চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক আবদুস সালাম, পরিচালক তানজীনা আলী, পরিচালক খায়রুল আলম চাকলাদার এবং স্বতন্ত্র পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এছাড়া পরিচালক এ.এস.এম মাঈনউদ্দীন মোনেম, পরিচালক মো. আবদুল আউয়াল,ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ মো. নূরুন নেওয়াজ, পরিচালক আমজাদুল ফেরদৌস চৌধুরী, নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. আবু মহসীন, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ (ভার্চুয়ালি) এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ সহ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফীন, উপ–ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. রাফাত উল্লা খান ও মো. মাহবুব আলম এবং এসইভিপি ও কোম্পানী সচিব মো. মনিরুল আলম এসময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।