বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের নির্দেশনায় দেশব্যাপী স্কুল ব্যাংকিং কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে গত শনিবার এনসিসি ব্যাংকের নেতৃত্বে স্কুল ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত হয়। এনসিসি ব্যাংকের নেতৃত্বে নরসিংদী জেলার ৪৭টি তফসিলি ব্যাংকের যৌথ উদ্যোগে শহরস্থ ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ জন শিক্ষার্থী এবং ২৫জন শিক্ষক এতে অংশগ্রহণ করে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বাশার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের উপ–ব্যবস্থাপনা পরিচালক মো.মাহবুব আলম। নরসিংদী জেলা শিক্ষা অফিসার মো. মোবারুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের উপ–পরিচালক মো. তানভীর এহসান বিশেষ অতিথি ছিলেন। এছাড়া অন্যান্য ব্যাংকের প্রতিনিধিগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী এতে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।