এনসিপি, সমাজতান্ত্রিক দলকে নিবন্ধন দিয়ে ইসির গেজেট

আমজনতার দলসহ ৭ দল ইসির পুনর্বিবেচনায়

| বুধবার , ১৯ নভেম্বর, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ পৃথক দুটি গেজেট প্রকাশ করেন। খবর বাংলানিউজের।

এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধনের শর্ত পূরণ করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে। এনসিপির প্রতীক ‘শাপলা কলি’ নিবন্ধন নম্বর ৫৮ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সংরক্ষিত প্রতীক ‘কাঁচি’ এবং নিবন্ধন নম্বর ৫৯। সাত দল পুনর্বিবেচনায় : গণঅভ্যুত্থানের নেতা তারেক রহমানের আমজনতার দলসহ সাতটি দলকে নিবন্ধন না দেওয়ার বিষয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া অভিযোগ আসায় ডেসটিনি গ্রুপের রফিকুল আমিনের দল আম জনগণ পার্টির নিবন্ধন আটকে আছে। মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এমন তথ্য জানান।

তিনি বলেন, ১৪৩টি দল এবার নিবন্ধনের জন্য আবেদন করেছিল। ১২১টি দলকে নামঞ্জুর করেছি। শেষমেশ দাবিআপত্তি আহ্বান করে (এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলমার্কসবাদী ও আম জনগণ পার্টি) তিনটা দল নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম। এর ধারাবাহিকতায় কিছু আপত্তি পেয়েছি আম জনগণ পার্টির বিষয়ে। তাই সিদ্ধান্তবাকি দুই দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে।

ইসি সচিব বলেন, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, গণতান্ত্রিক পার্টি, জাসদশাহজাহান সিরাজ, জাতীয় জনতা পার্টি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, আমজনতার দল ও জনতার দলএই দলগুলোর তথ্য পুনর্বিবেচনায় আনা হয়েছে। এদের তদন্ত হবে। তিনি বলেন, আমরা কিছু সংখ্যক আপত্তি পেয়েছি বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিষয়ে কোনো মতামত পাইনি। সেজন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদীএই দুটিকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসেছে, সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন, কোন দেশে কখন?
পরবর্তী নিবন্ধজেলা প্রশাসক জাহিদুল ইসলামের দায়িত্বভার গ্রহণ