২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থান চলাকালে শাহাদাত বরণকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে একটি মহৎ মানবিক কর্মসূচি পালন করেছে জাতীয় যুবশক্তি এনসিপি, চট্টগ্রাম মহানগর শাখা।
সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাঈদ-এর উদ্যোগে ও নেতৃত্বে চট্টগ্রামের প্রায় ২০০ জন সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
জাতীয় যুবশক্তি এনসিপি, চট্টগ্রাম মহানগর-এর যুবনেতা হুজ্জাতুল ইসলাম সাঈদ এই মানবিক কর্মসূচির আয়োজন ও বাস্তবায়নে নেতৃত্ব দেন।
এসময় যুবনেতা হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, “আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সমাজে সহমর্মিতা জাগ্রত করার এক প্রচেষ্টা। শহীদদের আদর্শই আমাদের অনুপ্রেরণা, আর অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন যে, শহীদদের স্মৃতিকে ধারণ করে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই কর্মসূচির মাধ্যমে জাতীয় যুবশক্তি এনসিপি, চট্টগ্রাম মহানগর শাখা একদিকে যেমন শহীদদের প্রতি তাদের গভীর শ্রদ্ধা জানালো, তেমনি অন্যদিকে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো।