জুলাই অভ্যুত্থানকে ভিত্তি করে প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুবসংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে শুক্রবার, যার নাম ‘জাতীয় যুবশক্তি’। বেলা ৩টায় গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউতে (আগের বঙ্গবন্ধু এভিনিউ) সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা হবে বলে জানিয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির যুব উইংয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের সামনে যে সুযোগ এসেছে, তা প্রতিটি দেশের ক্ষেত্রে ১০০ থেকে ২০০ বছর পরে আসতে পারে। এখন বাংলাদেশে তরুণেরা প্রায় ৪০ শতাংশের ওপর। দেশের চাকা যদি ঘোরাতে হয় তবে এই তরুণদের ছাড়া কোনো উপায় নেই। এই শক্তিকে কাজে লাগানোর জন্য সংগঠিত করতে হবে। খবর বিডিনিউজের।