এনসিপির পদত্যাগী নেতা আরশাদুল এখন বিএনপিতে

তিনি এনসিপি চট্টগ্রাম মহানগরীর প্রধান সমন্বয়কারী ছিলেন

| বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৫:২১ পূর্বাহ্ণ

দলের প্রাথমিক সদস্যের ফরম পূরণ করে বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টিএনসিপি থেকে পদত্যাগ করা মীর আরশাদুল হক। গতকাল বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ফরম পূরণের পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে সদস্য পদের রশিদ নেন আরশাদুল হক। এই যোগদানে বিএনপি মহাসচিব তাকে শুভেচ্ছা জানান। এই সময়ে বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, দলের কন্টেন্ট ক্রিয়েটার সাইমুম পারভেজ ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত

ছিলেন। খবর বিডিনিউজের।

গত ২৫ ডিসেম্বর মীর আরশাদুল হক এনসিপি থেকে পদত্যাগ করেন। আরশাদুল হক আরশাদুল হক চট্টগ্রাম মহানগরীর প্রধান সমন্বয়কারী ছাড়াও দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন আরশাদুল ফেইসবুকে পদত্যাগের ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ে থাকার সময় ক্যাম্পাস প্রতিবেদক হিসেবে কাজ করেছেন আরশাদুল। পরে যুক্ত হন চব্বিশের আন্দোলনের পর গঠন করা জাতীয় নাগরিক কমিটিতে। পরে যোগ দেন এনসিপিতে।

ফেসবুকে তিনি লিখেছিলেন, তিনি লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে এনসিপির যাত্রা শুরু হয়েছিল। কিন্তু এনসিপির প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত গত ১০ মাসের অভিজ্ঞতায় আমার কাছে প্রতীয়মান হয়েছে যে এই দল ও দলের নেতারা সে প্রতিশ্রুতি রক্ষার্থে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। যে স্বপ্ন ও সম্ভাবনা দেখে এনসিপিতে যোগ দিয়েছিলাম, তার কিছুই আর অবশিষ্ট নেই। দল ও বড় অংশের নেতারা ভুল পথে আছেন বলেই মনে করি আমি। এই ভুল পথে আমি চলতে পারি না। এই মুহূর্ত থেকে এনসিপির সাথে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। তবে ব্যক্তিগত সম্পর্ক থাকবে। তাদের প্রতি শুভকামনা রইল। ওই পোস্টে তিনি তারেক রহমানের প্রশংসা করেন। বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আমার কাছে মনে হচ্ছে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও জোটের সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করার কোনো বিকল্প নেই।

পূর্ববর্তী নিবন্ধরাজনীতির পাশাপাশি অর্থনীতিরও গণতন্ত্রায়ন দরকার : খসরু
পরবর্তী নিবন্ধ৭৮৬