এনসিটিকে বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর না করার দাবি

ইসলামিক ফ্রন্টের সংবাদ সম্মেলন

| বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির নিকট হস্তান্তর এবং মিয়ানমারের আরাকানে মানবিক করিডোর প্রদানের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত ১৩ মে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম জেলা। চেরাগি মোড়স্থ সালমা ভবন ২য় তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ইসলামিক ফ্রন্ট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যাপক মাওলানা স ম শহিদুল হক ফারুকী, এ এস এম কাউসার, অধ্যাপক শহিদুল্লাহ সাদা, এ এম মঈন উদ্দিন চৌধুরী হালিম, স ম শওকত আজিজ, লায়ন মুহাম্মদ ইমরান, ডা. হাসমত আলী তাহেরী, মাওলানা আবদুল মালেক আশরাফী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, আলী আজগর খান, এস এম আবু ছাদেক সিটু, মুহাম্মদ আনিসুর রহমান, কাজী আহসানুল আলম, আহমদ রেজা, সাইফুল ইসলাম লিটন, আলী আজাদ রেজভী, ইশতিয়াক রাফী প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম বন্দর দেশের অন্যতম একটি প্রধান সমুদ্র বন্দর। এটি বাংলাদেশ এর রাজস্ব আয়ের ৭০ শতাংশ যোগানদাতা। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। চট্টগ্রাম বিদ্বেষী একটি চক্র এনসিটিকে বিদেশি কোম্পানির নিকট হস্তান্তর করার অশুভ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যা কেবলই দুঃখজনক নয়, বরং গ্লানিকরও বটে। অপরদিকে জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইন রাজ্যে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য মানবিক করিডোর স্থাপনে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে এটি বাংলাদেশের জন্য সামরিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুঁজিবাজারে লেনদেন আবার ৩০০ কোটির নিচে
পরবর্তী নিবন্ধহাইকোর্টে জামিন পেলেন জুবাইদা রহমান