এনসিএল টি-টোয়েন্টিতে ম্যাচ ফি বাড়ল ক্রিকেটারদের

| রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১২:০৮ অপরাহ্ণ

আসন্ন এনসিএল টিটোয়েন্টিতে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়টি নিশ্চিত করে বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান খেলোয়াড়দের ম্যাচ ফি ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা করা হয়েছে। আকরাম বলেন আসন্ন এনসিএল টিটোয়েন্টিতে খেলোয়াড়দের সুযোগসুবিধা বাড়ানো হচ্ছে। প্রতি ম্যাচের জন্য ম্যাচ ফি ২৫ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। আট দলকে নিয়ে আগামী মাসে শুরু হতে যাচ্ছে এনসিএল টিটোয়েন্টি টুর্নামেন্ট। আগের মৌসুমের মত সাতটি বিভাগীয় দল এবং ঢাকা মেট্রো টুর্নামেন্টে অংশ নেবে। গত বছর প্রথমবারের মত শুরুর পর এনসিএল টিটোয়েন্টি ক্রিকেট স্থানীয় খেলোয়াড়দের কাছে জনপ্রিয় হয়ে উঠে। কারণ একমাত্র এই টুর্নামেন্ট দিয়ে টিটোয়েন্টি ফরম্যাটে নিজেদের মেলে ধরার সুযোগ পায় তরুণ ক্রিকেটাররা। গত বছর টুর্নামেন্টের একমাত্র ভেন্যু হিসেবে সিলেটে খেলা হয়েছিল। কিন্তু এ বছর টুর্নামেন্টটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এজন্য আসন্ন আসরটি সিলেট, বগুড়া এবং রাজশাহীতে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধজয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের
পরবর্তী নিবন্ধডারউইনে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল