এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি

‘লাগাতার অসহযোগ’ ঘোষণা

| বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৬:৫৩ পূর্বাহ্ণ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান সরকারের নীতি নির্ধারকদের সঠিক তথ্য না দিয়ে প্রকৃত তথ্য আড়াল করেছেন অভিযোগ করে তার অপসারণ দাবি করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর দুই ভাগ করা নিয়ে এ সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের দেওয়া বক্তব্য মারাত্মকভাবে আহত করেছে বলেও পরিষদের নেতাদের ভাষ্য। গতকাল বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সংবাদ সম্মেলন করে ‘লাগাতার অসহযোগ’ কর্মসূচি পালনসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা। খবর বিডিনিউজের।

সরকার গত ১২ মে এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করে। ওর বিরোধিতা করে এক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছেন এনবিআরের অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা। এর ধারাবাহিকতায় বুধবার দুপুরে এনবিআর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। সেখানে ওই অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে নতুন কর্মসূচি তুলে ধরেন অতিরিক্ত কর কমিশনার হাসিনা আক্তার, শুল্কের উপ কমিশনার শাহাদাত জামিল শাওন এবং উপ কর কমিশনার মোহাম্মদ মোস্তফিজুর রহমান।

কর্মসূচিগুলো হল. বুধবার প্রেস ব্রিফিংয়ের পর থেকে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে ‘লাগাতার অসহযোগ’ কর্মসূচি পালন করা হবে; . এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিগুলোর বিষয়ে বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হবে; . বৃহস্পতিবার এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত থাকবে; . শনিবার এবং রোববার কাস্টমস হাউস এবং এলসি স্টেশন ছাড়া ট্যাঙ, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এই দুইদিন কাস্টমস হাউস এবং এলসি স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে; . সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া ট্যাঙ, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।

এনবিআর কর্মকর্তাকর্মচারীদের সম্মিলিত ঐক্য পরিষদের দাবি. জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে; . অবিলম্বে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে; . রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে; . জাতীয় রাজস্ব বোর্ডের প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনাপর্যালোচনা করে প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধজেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট ২ মাস ধরে বন্ধ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমস কর্মকর্তাদের তিন ঘণ্টার কর্মবিরতি