এনবিআর আন্দোলনে বদলির আদেশ ছিঁড়ে প্রতিবাদ, ১৪ কর্মকর্তা বরখাস্ত

একযোগে শুল্কের ১১ কমিশনার বদলি

আজাদী ডেস্ক | বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবির আন্দোলনের মধ্যে বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে তা ছিঁড়ে ফেলার ঘটনায় একই দিনে ১৪ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে; যাদের মধ্যে রয়েছেন সংস্কার ঐক্য পরিষদের সভাপতিও। গতকাল মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনে সরকারি আদেশ অমান্য করায় তাদের বরখাস্ত করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এর মধ্যে প্রথমে আট আদেশে আয়কর অনুবিভাগের আট কর্মকর্তাকে এবং পরে আলাদা আদেশে শুল্ক অনুবিভাগের পাঁচজন ও কর অনুবিভাগের একজন কর্মকর্তার বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হয়। এর ফলে একই দিনে কর ও শুল্ক অনুবিভাগের সাকুল্যে ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হলো; যাদের মধ্যে রয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও ঢাকার অতিরিক্ত কমিশনার হাছান তারেক রিকাবদার। এদিকে গতকাল শুল্ক ক্যাডারের ১১ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। খবর বিডিনিউজের।

এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের মধ্যে গত ২২ জুন আয়কর অনুবিভাগের পাঁচ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়। একদিন বাদে সংবাদ সম্মেলন করে ওই আদেশকে প্রতিহিংসা ও নিপীড়নমূলক অ্যাখ্যা দিয়ে তা ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানান কর্মকর্তাকর্মচারীরা। বদলির ওই আদেশ অবজ্ঞা করে প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় এবং বদলি করা ব্যক্তিদের একই ধরনের কর্ম সমর্থন করায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত এলো।

সাময়িক বরখাস্ত হওয়া শুল্কের কর্মকর্তারা হলেন কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকার (উত্তর) রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া; কাস্টমস, এঙাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার রাজস্ব কর্মকর্তা শফিউল বশর; ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প, ঢাকার উপপ্রকল্প পরিচালক (অতিরিক্ত কমিশনার) সিফাতমরিয়ম; নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকার অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার (এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি) এবং এনবিআরের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল। কর কর্মকর্তা হলেন কর অঞ্চল, ঢাকার অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা।

এর আগে এদিন পৃথক আদেশে বদলি করা তিন কর্মকর্তাকে আদেশ অবজ্ঞা করে প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন খুলনা কর অঞ্চলের উপকমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, রংপুর কর অঞ্চলের উপকমিশনার নুশরাত জাহান শমী ও কুমিল্লা কর অঞ্চলের উপকমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল। তাদের সমর্থন করায় আরো পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তারা হলেন ঢাকা কর অঞ্চল২ এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল১৫ এর যুগ্ম কর কমিশনার মুরাদ আহমেদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোরশেদ উদ্দীন খান, নোয়াখালী কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা এবং কঙবাজার কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার আশরাফুল আলম প্রধান।

এর আগে আন্দোলন থামার পর এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারকে করা হয় সাময়িক বরখাস্ত। আর একের পর এক কর্মকর্তা বদলির মুখে পড়েছেন।

একযোগে শুল্কের ১১ কমিশনার বদলি : এনবিআর চেয়ারম্যান আবদুর রহমানের অপসারণ দাবির আন্দোলনের পর কাজে ফিরে সাময়িক বরখাস্ত, বাধ্যতামূলক অবসর ও বদলির আদেশের মধ্যে এবার শুল্ক ক্যাডারের ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসনের প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। এসব কর্মকর্তা হলেন ঢাকা উত্তরের কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনকে বেনাপোল কাস্টম হাউজে; রাজশাহী ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. আব্দুল হাকিমকে পানগাঁও কাস্টম হাউজে; ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর প্রকল্প পরিচালক জুয়েল আহমেদকে ঢাকা দক্ষিণের ভ্যাট কমিশনারেটে; চট্টগ্রামের কাস্টমস, এঙসাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক একেএম নুরুল হুদা আজাদকে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরে বদলি করা হয়েছে।

এছাড়া কুমিল্লা ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. মাহফুজুল হক ভূঞাকে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে; কাস্টমস, এঙসাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট, ঢাকা২ এর কমিশনার খন্দকার নাজমুল হককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক হিসেবে; রংপুর ভ্যাট কমিশনারেটের কমিশনার আবু নূর রাশেদ আহম্মেদকে চট্টগ্রামের কাস্টমস, এঙসাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক অরুন কুমার বিশ্বাসকে রংপুর ভ্যাট কমিশনারেটের কমিশনার; শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল মান্নান সরদারকে কুমিল্লা ভ্যাট কমিশনারেটের কমিশনার; চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনকে চট্টগ্রাম কাস্টম হাউজে; পানগাঁও কাস্টম হাউজের কমিশনার মিয়া মো. আবু ওবায়দাকে ঢাকা উত্তরের কাস্টমস বন্ড কমিশনারেটে বদলি করা হয়েছে।

এর আগে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে চলা দেশের সকল কর, ভ্যাট ও কাস্টমসের দপ্তরে কমপ্লিট শাটডাউনের মধ্যে চট্টগ্রাম কাস্টম হাউজ বন্ধ রাখায় তখনকার কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনকে। এবার তাকে বন্ড কমিশনারেটের দায়িত্ব থেকে ভারমুক্ত করে চট্টগ্রাম কাস্টম হাউজের পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হলো।

এনবিআর দুই ভাগ করে গত মে মাসে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারির আন্দোলন থামতে না থামতে সংস্থাটির কর্মীরা নানা অভিযোগ তুলে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে নতুন আন্দোলনে নামেন। পরে দাবি আদায়ে ২৮ জুন কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন তারা। এ নিয়ে সরকার কঠোর হতে শুরু করলে আন্দোলন বাদ দিয়ে কাজে ফেরেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কর্মসূচিতে থাকা কর্মকর্তাকর্মচারীরা। এরপর তাদের আতঙ্কের মধ্যে সরকারের কঠোর পদক্ষেপের অংশ হিসেবে এনবিআরে সাময়িক বরখাস্ত, বাধ্যতামূলক অবসর ও বদলির সিদ্ধান্ত নিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধব্যবসায়ীর বস্তাবন্দি দ্বিখণ্ডিত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধজুলাই শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় শোক আজ