এনবিআরের কর দাবির ১১৯ কোটি টাকা দিতেই হবে গ্রামীণ কল্যাণকে

ড. ইউনূসের সাতটি রেফারেন্স মামলা খারিজ

| শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ৯:১৭ পূর্বাহ্ণ

ছয়টি করবর্ষের জন্য এনবিআরের দাবির পরিপ্রেক্ষিতে আয়কর আপিল ট্রাইব্যুনালের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে করা আবেদন খারিজ হওয়ায় গ্রামীণ কল্যাণকে ১১৯ কোটি টাকা কর দিতেই হবে। এনবিআরের কর দাবিকে চ্যালেঞ্জ করে সাতটি আবেদনের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয়। গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। খবর বিডিনিউজের।

রাষ্ট্রপক্ষ জানায়, উপকমিশনার অব ট্যাঙেস (ডিসিটি) ২০১১১২, ২০১২১৩, ২০১৩১৪, ২০১৪১৫, ২০১৫১৬, ২০১৬১৭এই ছয় করবর্ষের ১২ মাসের এবং ২০১৬১৭ করবর্ষের ছয় মাসের জন্য গ্রামীণ কল্যাণকে কর দিতে বলে।

এর বিরুদ্ধে গ্রামীণ কল্যাণ কমিশনার অব ট্যাঙেসে আপিল করে বিফল হয়। ফলে ডিসিটির সিদ্ধান্ত বহাল থাকে। এরপর আয়কর আপিল ট্রাইব্যুনালে আপিল করেও বিফল হয় গ্রামীণ কল্যাণ। ২০১৫, ২০১৬ ও ২০১৮ সালে হাই কোর্টে গ্রামীণ কল্যাণ সাতটি আবেদন করে।

আবেদনের পক্ষে শুনানি করেন সরদার জিন্নাত আলী, মো. উম্বর আলী ও দেলোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি।

আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘. ইউনূসের সাতটি রেফারেন্স মামলা শুনানির পর হাই কোর্ট খারিজ করে দিয়েছেন। ফলে ছয় করবর্ষের আয়কর বাবদ ড. মুহাম্মদ ইউনূসকে ১১৯ কোটি ২৯ লাখ ২৮ হাজার ১৯০ টাকা টাকা দিতে হবে।’ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, আয়কর আপিল ট্রাইব্যুনালের সিদ্ধান্তের পর ছয়টি করবর্ষের বিপরীতে গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের দাবি ছিল ৫৫৫ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৬২৪ টাকা। এই দাবির বিপরীতে বিভিন্ন সময়ে ৪৩৬ কোটি ৬৫ লাখ ৫২ হাজার ৪৩৪ টাকা পরিশোধ করেছে গ্রামীণ কল্যাণ। এখন বাকি অর্থও দিতে হচ্ছে তাদের।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে দুই হোটেল রেস্টুরেন্টকে ৫ লক্ষ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধগরুর প্রদর্শনীতে দর্শকদের উচ্ছ্বাস