গ্রাহকসেবা বৃদ্ধিকল্পে তাৎক্ষণিক আন্ত–ব্যাংকিং লেনদেন নিশ্চিত করতে এনপিএসবি–আইবিএফটি (এনপিএসবি ইন্টার ব্যাংক ফান্ড ট্রান্সফার) সেবা চালু করল স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপব্যববস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের সকল শাখার শাখাপ্রধান ও উপপ্রধানগণ জুম প্লাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এনপিএসবি–আইবিএফটি সেবার মাধ্যমে এখন থেকে স্ট্যান্ডার্ড ব্যাংকের গ্রাহকরা ডিজিব্যাংকিং অ্যাপ ব্যবহার করে দেশের এনপিএসবি–আইবিএফটি আওতাভুক্ত যেকোনো ব্যাংকে সহজেই তাৎক্ষণিক অর্থ স্থানান্তর করতে পারবেন। তদ্রুপ অন্য ব্যাংক থেকেও স্ট্যান্ডার্ড ব্যাংকের গ্রাহকদের একাউন্টে সহজেই অর্থ পাঠানো যাবে। এই মাইলফলক গ্রাহকদের ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে। প্রেস বিজ্ঞপ্তি।