এনজিওর নারী কর্মীর বিরুদ্ধে মানহানি মামলা বিজিবির

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২০ at ৫:১১ পূর্বাহ্ণ

এনজিও ব্লাস্টের এক নারী কর্মীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। গত মঙ্গলবার কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে মামলাটি দায়ের করা হয়। বিজিবির পক্ষে টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের দমদমিয়া তল্লাশি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত জেসিও নায়েব সুবেদার মোহাম্মদ আলী মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এতে আসামি করা হয়েছে এনজিও ব্লাস্টের কর্মী ফারজানা আকতারকে (২৮)। সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে টেকনাফ থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। আইনজীবী সাজ্জাদুল করিম জানান, আদালত বিষয়টি আমলে নিয়ে আগামী সাত কর্মদিবসে সাক্ষীদের জবানবন্দীসহ ঘটনার প্রতিবেদন দিতে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলায় সেদিন বাদীর সাথে থাকা সিএনজি যাত্রী সংশ্লিষ্ট সিএনজি চালক ও তল্লাশী চৌকিতে দায়িত্বরত বিজিবি নারী ও পুরুষ সদস্যদের সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে মামলার অভিযুক্ত এনজিওকর্মী ফারজানা আকতারের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধসুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করলেন সাবেক মেয়র নাছির
পরবর্তী নিবন্ধআরও ২০ এমপি দ্রুত আইনের আওতায় আসছে