যেসব জাতীয় ও আন্তর্জাতিক এনজিও নারীদের নিয়োগ দেয় তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে আফগানিস্থানের তালেবান সরকার। কিছু এনজিও কর্মী সঠিকভাবে হিজাব পরিধান না করায় দুই বছর আগে দেওয়া এক নির্দেশনায় এনজিওগুলোকে নারীকর্মীদের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছিল তার ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত এসেছে বলে জানানো সরকারের তরফে জানানো হয়েছে। খবর বাংলানিউজের।
রোববার প্রকাশিত এক চিঠিতে দেশটির অর্থমন্ত্রণালয় জানায়, তারা জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিবন্ধন, সমন্বয় ও তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে। তালেবান নিয়ন্ত্রণাধীন নয় এমন সব প্রতিষ্ঠানে নারীদের কর্মসংস্থান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ অমান্য করলে সেই প্রতিষ্ঠানের কার্যক্রম এবং লাইসেন্স উভয়ই বাতিল করা হবে।