এনআইডি সংশোধন সহজ করার আহ্বান সুজনের

নির্বাচন কর্মকর্তার সাথে মতবিনিময়

| বুধবার , ৪ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

জাতীয় পরিচয় পত্র (এনআইডি কার্ড) সংশোধন সহজীকরণ করতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের সাথে মতবিনিময় করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল মঙ্গলবার সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় সুজন বলেন, জাতীয় পরিচয় পত্র হচ্ছে রাষ্ট্রের মৌলিক পরিচিতি পত্র। সরকারি নানাবিধ সুযোগ সুবিধার পাওয়ার ক্ষেত্রে এনআইডি কার্ডটি অত্যাবশ্যক হয়ে পড়েছে। দেখা যাচ্ছে যে এনআইডি কার্ডে ভুল তথ্য থাকলে কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে। এনআইডি কার্ড সংশোধন করতে গিয়ে জনগণকে নানাবিধ বিড়ম্বনার সম্মূখীন হতে হচ্ছে। এসব জটিলতা নিরসন করে সংশোধন সহজীকরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সহযোগিতা কামনা করেন সুজন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি মিথ্যা তথ্য দিয়ে যাতে কেউ এনআইডি পরিবর্তন করতে না পারে মূলত সেজন্যই সংশোধন প্রক্রিয়া জটিল করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় আমাদের সতর্ক হওয়া দরকার, সেই জায়গায়ই আমরা সতর্ক হচ্ছি। যে কারণে আগের চেয়ে বেশি তথ্য চাওয়া হচ্ছে। তবে কাঙ্ক্ষিত তথ্য থাকলে সেক্ষেত্রে আগের তুলনায় দ্রুত সময়ের মধ্যে সংশোধন করা হচ্ছে বলে জানান তিনি। তাছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে লোকবলের অভাব রয়েছে বিধায় নির্দিষ্ট সময়ে সংশোধন প্রক্রিয়া শেষ করতে বেগ পেতে হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

সৌজন্য সাক্ষাতে অন্যান্যদের মধ্যে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াছ, সদস্য সচিব মো. হোসেন, অনির্বান দাশ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্মীদের সান্ত্বনা দিতেই বিএনপি নেতাদের হাঁকডাক : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধআগে পুলিশ শুনলে মানুষ ভয় পেত, এখন ভরসা পায়