এনআইডি সংশোধন সহজ করতে নির্বাচন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা সুজনের

| বুধবার , ১৭ জুলাই, ২০২৪ at ৭:৩৬ পূর্বাহ্ণ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সহজীকরণ করতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল মঙ্গলবার বিকেলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কার্যালয়ে মতবিনিময় করতে গিয়ে এ আহ্বান জানান তিনি।

এ সময় সুজন বলেন, বর্তমান সরকার উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এনআইডি কার্ডে বিভিন্ন সুবিধাদি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। সরকারি নানাবিধ সুযোগ সুবিধার পাওয়ার ক্ষেত্রে এনআইডি কার্ডটি অত্যাবশ্যক হয়ে পড়েছে। এনআইডি কার্ড সংশোধন করতে গিয়ে জনগণকে নানাবিধ বিড়ম্বনার সম্মূখীন হতে হচ্ছে। বিশেষ করে এনআইডিসহ স্মার্ট কার্ডে ভুল নাম লিপিবদ্ধ, জন্ম তারিখ, ঠিকানা সংশোধন, স্থানান্তরসহ বিভিন্ন সংশোধনে জটিলতা দেখা দিচ্ছে। এসব জটিলতা নিরসন করে স্বল্প সময়ের মধ্যে সংশোধন নিশ্চিত করতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সাথে আলোচনা করেন সুজন। চসিক সাবেক প্রশাসক জনগুরুত্বপূর্ণ নানাবিধ বিষয়ে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করে নাগরিকদের ভোগান্তি লাঘবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সহযোগিতা কামনা করেন।

এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, সময়ের চাহিদার সাথে পাল্লা দিয়ে বর্তমানে এনআইডি কার্ডটি বিভিন্ন ক্ষেত্রে অত্যাবশ্যকীয়। ফলত স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি মিথ্যা তথ্য দিয়ে যাতে কেউ এনআইডি পরিবর্তন করতে না পারে মূলত সেজন্যই সংশোধন প্রক্রিয়া জটিল করা হয়েছে। তবে কাঙ্ক্ষিত তথ্য থাকলে সেক্ষেত্রে আগের তুলনায় দ্রুত সময়ের মধ্যে সংশোধন করা হচ্ছে বলে জানান তিনি। এছাড়া রোহিঙ্গা এবং দেশের নাগরিক বহির্ভূত কেউ যাতে ভোটার হতে না পারে সেদিকে সবাইকে দৃষ্টি রাখার অনুরোধ জানান তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের চেয়ারম্যান মো. ইলিয়াছ, সদস্য সচিব মো. হোসেন, অধ্যক্ষ কামরুল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমতিউর পরিবারের আরও জমি ক্রোক, ১৯ কোম্পানির শেয়ার অবরুদ্ধ
পরবর্তী নিবন্ধজন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা