এনআইডি সংশোধনের আবেদন বেড়েছে পাঁচ গুণ

| শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:২৭ পূর্বাহ্ণ

নির্বাচন কমিশন (ইসি) থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম হস্তান্তরের তোড়জোরের মধ্যে বেড়েছে সেবাগ্রহীতাদের উদ্বেগ। ফলে এক মাসের ব্যবধানে আবেদন পড়েছে পাঁচ গুণ বেশি। এছাড়া নতুন ভোটার হওয়ার আবেদনও পড়েছে তিন গুণ বেশি। খবর বাংলানিউজের।
ইসি সূত্রগুলো জানিয়েছে, গত জুলাই মাসে এনআইডি সংশোধনের আবেদন পড়েছিল ২৬ হাজার ২৭৫টি ও নতুন ভোটার হওয়ার জন্য আবেদন পড়েছিল ২১ হাজার ৫৮১টি। আর আগস্ট মাসে এনআইডি সংশোধনের আবেদন পড়েছে ১ লাখ ২৩ হাজার ৯৮৪টি ও নতুন ভোটার হওয়ার জন্য আবেদন পড়ে ৬৫ হাজার ৮৭৪টি। কর্মকর্তারা জানিয়েছেন, করোনা টিকা এনআইডি ভিত্তিতে দেওয়ার ঘোষণা এলেও আবেদন বেড়েছিল বছরের শুরুতে। মাঝে সেই চাপ কমে গিয়েছিল। এখন পুনরায় বেড়েছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে জীপের চাপায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু