“এদেশের সৃষ্টি ও উন্নয়নে বিএনপির কোনো অবদান নেই”

স্বনির্ভর রাঙ্গুনিয়া আওয়ামী লীগের সম্মেলনে এম.এ. সালাম

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:৩০ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ. সালাম বলেছেন, “এদেশের সৃষ্টি ও উন্নয়নে বিএনপি’র কোনো অবদান নেই। তারা স্বাধীন বাংলাদেশে যুদ্ধাপরাধীদের মন্ত্রী-এমপি বানিয়েছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে ছিল এবং পরবর্তীতে তাদের পুরস্কৃত করেছে। আর খালেদা জিয়া বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর দিন জন্মদিন পালন করে। দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা বন্ধ করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে চলেছে। তারা বিদেশে লবিস্ট পর্যন্ত নিয়োগ দিয়েছে।”

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন বিরাজ কমিউনিটি সেন্টার মাঠে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম.এ. সালাম বলেন, “আওয়ামী লীগ মানে এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে নেতৃত্বদানকারী একটি প্রাচীনতম সংগঠন। আওয়ামী লীগ মানে বাংলাদেশের স্বাধীনতা। বাংলাদেশের স্বাধীনতা মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। আওয়ামী লীগ এদেশের গণমানুষের সংগঠন। আওয়ামী লীগের একজন কর্মী-সমর্থক হতে পারাও বিশাল গর্বের বিষয়।”

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. নুর উল্লাহ’র সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন তালুকদার।

প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বানীতোষ সাহা ভাস্করের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক পৌর মেয়র মো. শাহজাহান সিকদার, সদস্য বেদারুল আলম চৌধুরী বেদার, আকতার হোসেন খাঁন, উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, আরিফুল ইসলাম চৌধুরী, গিয়াস উদ্দিন খাঁন স্বপন, এমরুল করিম রাশেদ, মুজিবুল ইসলাম সরফী, আবদূর রহিম, শওকত বিন ইউনুস, আলমগীর হোসেন, মোহাম্মদ সেলিম, উপজেলা যুবলীগ সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সাধারণ সম্পাদক মো. ইউনুচ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাবেক ছাত্রলীগ নেতা আবু তৈয়ব সিদ্দিকী, নাছির উদ্দিন শামু, উপজেলা তাঁতী লীগ আহ্বায়ক মোরশেদ তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল রাসু, সাধারণ সম্পাদক মো. আলী শাহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাইনবোর্ড বাংলায় না লেখায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে অবৈধ কাঠ জব্দ