এত উন্নয়ন, অথচ আগুন নেভানোর সরঞ্জাম নেই : ফখরুল

| শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ১১:১৩ পূর্বাহ্ণ

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের দায় সরকার ও এর বিভিন্ন সংস্থার ওপর দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্ষেপ করে বলেছেন, ক্ষমতাসীনরা উন্নয়নের জোয়ার বয়ে যাওয়ার ‘গল্প’ বললেও আগুন নেভানোর প্রয়োজনীয় সরঞ্জাম ফায়ার সার্ভিসের ‘নেই’। গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কী দুর্ভাগ্য, এদেশের যে এত উন্নয়ন, চতুর্দিকে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে

 

অথচ অগ্নি নির্বাপণের জন্য যে আধুনিক ব্যবস্থা করা দরকার, সেই ব্যবস্থাগুলো এখানে নাই। আগুন লাগার সঙ্গে সঙ্গে যে কাজগুলো ফায়ার ব্রিগেড করতে পারে সেই ইকুইপমেন্ট তাদের নাই। এটা ফায়ার ব্রিগেডের দোষ না। এটা হচ্ছে যারা সরকার চালাচ্ছে, যারা এর জন্য দায়ী আছেতারা জনসাধারণের সেবার জন্য যে কাজগুলো দরকার সেটাকে তারা গুরুত্ব দেয় না।’ খবর বিডিনিউজের।

ফখরুল বলেন, ‘তাদের গুরুত্ব হচ্ছে কোনখানে তাদের কমিশন বেশি, কোনখানে তাদের টাকা উপার্জন বেশি হবেসেগুলোতে তাদের প্রায়োরিটি। আমরা মনে করি, এটার দায় সম্পূর্ণ সরকারের। এই দায় নিয়ে তাদের পদত্যাগ করা উচিত।’

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় দিনে আইরিশদের দাপট বাংলাদেশের কেবলই হতাশা
পরবর্তী নিবন্ধআন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বঙ্গবাজারে আগুন দিল কি না, সন্দেহ কাদেরের