লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে গত ১০ নভেম্বর অক্টোবর সেবা মাসের ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদনে ১১০ জন এতিম শিশুর মাঝে পুষ্টিকর খাবার বিতরণ, দন্ত চিকিৎসা এবং রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল। ক্লাব প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি লায়ন মো. আইয়ুবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ ইসমাইল চৌধুরী, লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, আবু নাসের রনি, লায়ন বাবুল কান্তি লালা, লায়ন অনুপম চৌধুরী, লায়ন রোকেয়া জামান, লায়ন এডাম ম্যাথিউস, লিও শাহাদাত হোসেন সাইফ, লিও নাজমুল হাসান, লিও রুপালি আক্তার, লিও মেহেরাজ আল মাহমুদ সাকিব, লিও তাসলিমা আক্তার রামিসা,লিও জাহেদ উদ্দিন রিপন, লিও মারিয়া দিলশাদ, লিও মোহাম্মদ শাখাওয়াত, লিও মোহাম্মদ মামুন, লিও ফাহিম রেজা, লিও নওশী বড়ুয়া, লিও ওমর ফারুক, লিও মাজহারুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, আমরা আমাদের সামান্য প্রচেষ্টার মাধ্যমে ছোট ছোট শিশুদের মাঝে হাসি ফুটিয়ে তুলতে পারি। এই হাসি ভালোবাসা ও আনন্দের প্রতীক, যা আমাদের সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি শিশুদের সুন্দর ভবিষ্যৎ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।