এতিম শিশুদের মাঝে বটবৃক্ষের শিক্ষাসামগ্রী বিতরণ

| রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

‘বটবৃক্ষ’ সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় এতিম শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ ও সাংস্কৃতিক সভার আয়োজন করা হয়। গত শুক্রবার এতিম শিশুদের আশ্রয়স্থল ‘উপলব্ধি’তে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন। উদ্বোধক ছিলেন মানবাধিকার কমিশনের সভাপতি সৈয়দ সিরাজুল ইসলাম কমু। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক সৌরভময় চৌধুরী, উপলব্ধির প্রতিষ্ঠাতা ইজাবুর রহমান, কলামিস্ট মোসাদ্দিকুর রহমান, তরুণ উদ্যোক্তা অমিত দে অভি। সভায় বটবৃক্ষের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা, সদস্যদের সাংস্কৃতিক পরিবেশনা, কেক কাটা ও শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী হস্তান্তর করা হয়।
নওশীন তাবাসসুম ও ফারদিন সুরাতের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পৃথ্বীরাজ চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোহান উল ইসলাম, সৌরভ পাল, অন্তর চৌধুরী, অর্পণ গুপ্ত, হিমেল দেব, ইফতেখার হোসাইন, নীলিমা দে, সুজয় বড়ুয়া, মুনতাহি তৌসিফ, সুমাইয়া আক্তার, মাহি চৌধুরী, আবির হোসেন, শায়ার চৌধুরী, আল আমিন আরমান, আসাদ রাফি, রাহি, তামিমা হক, রাহাত রেজা, রিকি দেব, আতাহার ইসতিয়াক, কৃপা দাশ, সামিউল হল, ইতমাম নাওয়ার, তাফিম রহমান, সাদিয়া ইসরাত, নাহিন মুনতাসির, মীর মাইনুল, আলিফ আহমেদ, নাফিস ও জেহাদ।

পূর্ববর্তী নিবন্ধভোজ্যতেলের ভ্যাট মওকুফ সুবিধার মেয়াদ শেষ
পরবর্তী নিবন্ধঅকালেই চলে গেল ফটিকছড়ির হাফেজ আরাফাত