এতিম ও দুস্থদের মাঝে পাঞ্জাবি বিতরণ

গাউসিয়া কমিটি জামাল খান ওয়ার্ড শাখা

| শনিবার , ১ মার্চ, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

কদম মোবারক শাহী জামে মসজিদে গাউসিয়া কমিটি জামাল খান ওয়ার্ড শাখার উদ্যোগে গতকাল শুক্রবার পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম ও দুঃস্থদের মাঝে পাঞ্জাবি বিতরণ ইমরান হোসেন জুয়েলের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোতোয়ালী গাউসিয়া কমিটি পশ্চিমের সাবেক সভাপতি মুহাম্মদ সালামত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কদম মোবারক শাহী জামে মসজিদের খতিব ও হালিশহর তৈয়্যবীয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভি। উপস্থিত ছিলেন রওশান আরা ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট সাজ্জাদ শরীফ রাসেল, সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম বাপ্পি, মহল্লা সমিতির যুগ্ম সম্পাদক জিয়া উদ্দিন, ওয়ার্ড শাখার সহ সভাপতি আবু জাফর চৌধুরী, মাওলানা হাবিবুর রহমান, শাহেদ আলম, জসিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইনসানিয়াত বিপ্লবের সংবাদ সম্মেলন
পরবর্তী নিবন্ধজাতীয় পর্যায়ে স্বর্ণপদকসহ ৭ পুরস্কার পেল জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা