এতিমরা পেল রঙ্গিন ঘুড়ি ফাউন্ডেশনের খাবার ও শিক্ষাসামগ্রী

| শনিবার , ৫ জুন, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

‘দৃঢ় হোক বন্ধুত্বের বন্ধন-আমরা মানবতার কল্যাণে অঙ্গীকারবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার খুলশীর ইন ইলমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় খাবার এবং শিক্ষা সামগ্রী বিতরণের মধ্য দিয়ে পথচলা শুরু করেছে সামাজিক সংগঠন রঙিন ঘুড়ি ফাউন্ডেশন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উদ্যোক্তা ও আহ্বায়ক কমিটির সভাপতি মো. মাসুদ আলম চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন মো. আফাজ উদ্দিন আসিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নুর মোহাম্মদ রানা ও এ এস আব্দুল গাফ্‌ফার মিয়াজী। আরো উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক মো. আফাজ উদ্দিন আসিফ, মো. শফিকুল ইসলাম বাবু, মো. মিজানুর রহমান, মো. রাশেদুল করিম রাশেদ সদস্য প্রমুখ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় উক্ত মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মো. আওয়ালের দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধনারী ও শিশুর উন্নয়ন নিশ্চিত হলে দেশ এগিয়ে যাবে