এতিমদের সাথে মনজুর আলমের ইফতার

| বুধবার , ৬ এপ্রিল, ২০২২ at ৬:৫৪ পূর্বাহ্ণ

এতিম ও মাদ্রাসাপড়ুয়া শিশুদের সাথে পরিবারের সদস্যদের সাথে নিয়ে প্রতি বছরের মত এবছরও ১ রমজান থেকে শুরু হয়েছে সাবেক মেয়র এম মনজুর আলমের ইফতার কার্যক্রম। প্রতিদিন কাট্টলীর নিজ বাড়িতে মহানগরের বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার শিশুদের সাথে পরিবারের সদস্যদের নিয়ে ইফতার করেন তিনি। এই কার্যক্রম চলবে রমজানের শেষ পর্যন্ত। ইফতার শেষে উপহার হিসেবে দেয়া হয় প্রত্যেক শিশুকে ঈদের নতুন জামা। এসব পেয়ে শিশুরা আনন্দে আত্মহারা।
গত ১ রমজান নগরীর তানজিমুল মুসলিমিন এতিমখানা ও হেফজখানা, ২ রমজান দেওয়ানহাট সুলতান আহমদ দেওয়ান এতিমখানা ও হেফজখানার শিশুদের ইফতার ও তাদেরকে ঈদের নতুন পোশাক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএনামুল হক চৌধুরী
পরবর্তী নিবন্ধগোলামুর রহমান মাইজভাণ্ডারীর (ক.) ওরশ সম্পন্ন